ইকবাল হোসেন:
নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর মাথা বি'চ্ছি'ন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজরোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে মর'দে'হটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম (৫০) একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার গরু ব্যবসায়ী।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, “রোববার সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ম'রদে'হটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়”।
“খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”- জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ফিরোজ তালুকদার আরও বলেন, “এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আট'ক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.