জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিনে দুপুরে ধারালো ছুরির আঘাতে সিরাজ খন্দকার (৫৫)নামে এক ব্যক্তি খুন হয়েছে।আরঘটনাটি ঘটেছে আজ বুধবার (৯/১১/২০২২) দুপুরে নরসিংদী শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামে।খুন হওয়া সিরাজ খন্দকার পিতামৃত আফছার উদ্দীনের ছেলে।
সিরাজের ছেলে সজীব জানান,পারিবারিক কলহের জের ধরে আপন ভাইরা জমি সংক্রান্ত বিরোধের কারণে হত্যাকান্ডঘটিয়েছে। ইব্রাহিম খন্দকার,ছালাম খন্দকার,মিজান খন্দকার,সফিকুল খন্দকার,নজরুল খন্দকার,অহিদুললাহ খন্দকার,মোহাম্মদ খন্দকার, হোসেন খন্দকার, হাসেন খন্দকার সহ আরো ১০/১২ জনের একটি গুপ বাড়ীর ভিতর ডুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।এতে করে সিরাজ ও তার স্ত্রী মোসলেমা বেগম গুরুতর জখম হয়।পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করে। তার স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকেউন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.