ছবি: ছেলে জুবায়ের মিয়া।
নিজস্ব সংবাদদাতা :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোবাইল জুয়ায় আসক্ত ছেলে জুবায়ের মিয়ার (১৯) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে বাবা সুরুজ মিয়া (৫৫)। আর ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকালে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের লাখপুর বাজার সংলগ্ন সরকার বাড়িতে।
জানাগেছে, জোবায়ের মিয়া দীর্ঘদিন ধরে মোবাইল জুয়ায় আসক্ত। সেই আসক্তি থেকেই সে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে হঠাৎই বাড়িতে ভাঙচুর শুরু করলে তার বাবা সুরুজ মিয়া বাধা দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ছেলে প্রথমে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে; এরপর হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে সুরুজ মিয়ার চোখের উপরের অংশ ও কপালের নিচের অংশ গুরুতরভাবে কেটে যায়। মুহূর্তেই রক্তে ভেসে যায় তার শরীর। পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।