শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ শনিবার বেলা দুইটায় লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সভাপতি ও দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন ভুইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সামসুল আলম বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মনির হোসেন স্বপন ও লিটন সরকার।সভায় আরো বক্তব্য রাখেন কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কল্যান ট্রাস্টের সহসভাপতি ও লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার দুলাল, পাড়াতলা শিকদার আবদুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দাস, রাশিদা বেগম, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন, মোঃ আসাদুজ্জামান আসাদ ও দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান কাউসার প্রমুখ। সভার শুরুতে অতিথিগনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি কল্যান ট্রাস্টকে অার্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। সভায় কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান কল্যান ট্রাস্টের বার্ষিক অডিট প্রতিবেদন ২০২০ /২০২১ উপস্থাপন করেন।