• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

বশির আহমেদ

শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুর

admin / ৭৭৫ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমড়াদী গ্রামের কাদির মিয়ার স্ত্রী উর্মি আক্তার এই অভিযোগ করেন।জানা যায়,শনিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১১ টায় একই গ্রামের কাদিরের ছেলে শাহরিয়া,কুদ্দুসের নাতী (পিতা অজ্ঞাত) দিপু,কসাই শরিফের খালাতো ভাই (পিতা অজ্ঞাত) সোহাগ,কুদ্দুসের ছেলে শরিফ, নাজমার ছেলে আরিফুল ও স্বপনের ছেলে শান্তসহ আরও অজ্ঞাত ৮/১০ জন মিলে উর্মি আক্তারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে।এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।পরে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে একেবারে জানে শেষ করে দিবে বলে যাওয়ার সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে যায় হামলাকারীরা।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
উল্লেখ্য, হামলাকারীরা একই কায়দায় আরও ৫ টি পরিবারের বাড়িঘর ভাংচুর করে এবং পৃথকভাবে শিবপুর মডেল থানায় ৫ টি অভিযোগ দাখিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category