আবুনাঈমরিপন,স্টাফ রিপোটার:
সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ খাঁনের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ মার্চ) বাদ আছর শিবপুর পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, পৌর তাঁতী লীগের আহবায়ক জহিরুল ইসলাম শেখ মিঠু প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সন্ত্রাসীদের গুলিতে আহত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতী শেখ আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুঁড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.