 
    
বড় ভাই লাল মিয়া. ছবি শিবপুরের আলো
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার :::
নরসিংদী শিবপুরে বড় ভাই লাল মিয়া (৫০) 'র বন্ধকী জমি দখলের চেষ্টার অভিয়োগ উঠেছে আপন ছোট ভাই আসাদ মিয়া (৩৫)'র বিরুদ্ধে।
জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়ন এর ভিটিচিনাদী গ্রামের লাল মিয়া(৫০) পচিশ হাজার টাকার বিনিময়ে বহু বছর যাবত ১৪ গন্ডা ফসলি বন্ধকী সম্পত্তি ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ১০ নভেম্বর লাল মিয়ার আপন ছোট ভাই আসাদ মিয়া ও তার সাথে থাকা তারা মিয়া (৫৫), শুকুর মিয়া (৩০), ইছাক মিয়া (২২), অরুফা (৪৫) সবাই মিলে জোরপূর্বক বড় ভাই আসাদ মিয়ার বন্ধকী জমি দখলের অপচেষ্টা করে। এ সময় লাল মিয়া ও তার স্ত্রী তসলিমা আক্তার সেতু (৪০) বাধা প্রদান করলে তাদেরকে এলোপাতাড়ী মারপিট করে। এসময় তাদের ডাক - চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
পরে ভুক্ত ভোগী লাল মিয়া ১৫ নভেম্বর নিরাপত্তার জনিত কারণ দেখিয়ে শিবপুর মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.