মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, ওসি মো: আফজাল হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মো: আলতাব হোসের এর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও শিক্ষার্থীরা।
♦নিজস্ব সংবাদদাতা♦ন
রসিংদীর শিবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
সকাল ৮ টায় শিবপুর উপজেলা পরিষদের মাঠে অস্থায়ী মুক্তিস্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয় । তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মু. আবদুর রহিম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান খান, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমুখ।