♦নিজস্ব সংবাদদাতা♦
এবার নরসিংদীর শিবপুরে লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ বুধবার( ৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির ওসি এস.এম কামরুজ্জামান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানার আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান হতে এসব গাঁজা জব্দ করা হয়।
ওসি এস.এম কামরুজ্জামান বলেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের জনৈক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬ টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.