আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
চলছে মুসলমানদের পবিত্র রমজান। আর রমজানে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পণ্যদ্রব্যের দাম কমলেও ব্যতিক্রম শুধু আমাদের দেশে।৯২% মানুষ মুসলিম হওয়া সত্বেও প্রতি বছরের ন্যায় এবারও শিবপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে।বাজারে পর্যাপ্ত পরিমানে পণ্যের সরবরাহ থাকলেও কোন ভাবেই যেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পণ্যদ্রব্যের দাম।ফলে শিবপুরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষ এখন দিশেহারা।আয়ের তুলনায় ব্যয়ের পরিমান বেশি হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাঁরা।বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকার পরও বাজার মনিটরিং সেল না থাকাকেও এ জন্য দায়ী করছেন অনেকে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কোন কোন পণ্যের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে।
বাজার করতে আসা কয়েকজন ক্রেতা শিবপুরের আলো ২৪ ডট কম'কে বলেন—আমরা দুর্ভাগ্য জাতি।মুসলিম দেশ হিসেবে রমজান উপলক্ষে পণ্যদ্রব্যের দাম কম থাকার কথা ছিল।কিন্তু বাম্তবে দেখি ভিন্ন চিত্র।ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন রমজানের জন্য।কারণ রমজান আসলে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লাভ করে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুরের কয়েকজন পাইকারি দোকারদার মালিক শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – আমাদের কিছুই করার নাই।আমরা বেশি দাম দিয়ে কিনতে হয়।সেই কারণে বেশি দামে বিক্রিও করতে হয়।এখন চলছে রমজান।রমজান মাসে সব সবই পণ্যের দাম বেশি থাকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.