মাহবুব খান / আবুনাঈমরিপন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রধান ফটকের সামনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দীন,শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন আঙ্গুর,উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ,আওয়ামী লীগের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.