নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।সাংবাদিকদের সৌজন্যে গত ২৮ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।ইফতার মাহফিলে, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান, শিল্প মন্ত্রীর একান্ত সহকারী আব্দুল্লাহ আল মঈন ঝুটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি (শিবপুর) ডিজিএম মফিদা খাতুন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নরসিংদী জেলা সভাপতি খন্দকার এহসানুল হক শাহীনসহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।