মো; হাবিবুর রহমান মাস্টার, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর 'শিবপুর সাহিত্য পরিষদ'র উদ্যোগে এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, কলামিস্ট ও কবি নূরদ্দীন দরজী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি ও ছড়াকার আসাদ সরকার, নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন।
শনিবার বিকেলে ধানুয়া কলেজ পাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় শিশিরবিন্দুতে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাহিত্যিক সাংবাদিক নূরুল ইসলাম নূরচান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কবি মোঃ হাবিবুর রহমান, সহসভাপতি লেখিকা নাসিমা আক্তার, লেখক ও শিক্ষক মোহাম্মদ আরিফুল্লাহ , কবি রৌনকা আফরুজ সরকার,কবি এস এম শামীম, নবীন কবি রুমী খান, নাদিম মাহমুদ প্রমুখ।
নবীন ও প্রবীণ কবি লেখকগণের সরব উপস্থিতিতে সভায় প্রাণবন্ত সাহিত্য বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক মতবিনিময় ,পরামর্শ ও দিক নির্দেশনামূলক কথাবার্তা, সাহিত্য রসে সকলে অভিভূত হন। প্রধান আলোচ্য বিষয়," শিবপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য ক্ষেত্রে অবদান রাখার জন্য 'শহীদ আসাদ পদক' চালু ও বিতরণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়।
এ বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.