• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

শিবপুর আসনে সাবেক দুই প্রধান শিক্ষক বিএনপির মনোনয়ন প্রত্যাশী

admin / ২৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

তোফাজ্জল হোসেন       আবুল হারিছ রিকাবদার

আলো রিপোর্ট :

বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নরসিংদীর শিবপুরে চলছে ভোটের বাতাস। স্হানীয় আওয়ামীলীগের বড় বড় নেতারা জেল ও আত্বগোপনে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নির্বিঘ্নে চালাচ্ছেন প্রচার, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচী । শিবপুর আসনে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন চান নরসিংদী জেলা বিএনপির সহ — সভাপতি ও গত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার। এরা দু’জনই সাবেক প্রধান শিক্ষক । তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে আবুল হারিছ রিকাবদার কালা মিয়া স্যার নিজের গড়া প্রতিষ্ঠান শহীদ আসাদ কলেজিয়েট হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে এরা দু’জনই রাজনীতির মাঠে দলের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। স্হানীয় পর্যায়ে  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন – সংগ্রামে বিএনপির এই দুই নেতার ভূমিকা ছিল অনেক। তবে গত ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের  সময় তোফাজ্জল হোসেন মাস্টার ছিলেন আমেরিকায়। মাঠে ছিলেন আবুল হারিছ রিকাবদার। বিএনপির সাবেক মহাসচী মরহুম আবদুল মান্নান ভুঁইয়া দল থেকে বহিষ্কার হওয়ার পূর্বে তার ডান ও বাম হাত হিসেবেই পরিচিত ছিল তারা দুইজন।

জানাগেছে, তোফাজ্জল হোসেন মাস্টার ১৯৪৯ সালের ১ জানুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার কুতুবের টেক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এসএসসি ও পরে ১৯৬৭ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচ এসসি পাশ করেন। তিনি একই কলেজ থেকে ১৯৬৯ সালে বিএ পাস করেন । বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভুঁইয়া হাত ধরে ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তোফাজ্জল হোসেন মাস্টার। সর্বশেষ মান্নান ভুঁইয়া হাত ধরেই বিএনপির রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৯৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলে প্রবীণ এই নেতা।

আবুল হারিছ রিকাবদার ওরপে কালা মিয়া স্যার ১৯৪৭ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি আবদুল করিম রিকাবদারের ছেলে। তিনি জগন্নাথ কলেজ, ঢাকা থেকে বিএসসি, টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে বিএড এবং পরে এমএড ডিগ্রী গ্রহন করেন। তিনিও আব্দুল মান্নান ভুঁইয়ার হাত ধরে ১৯৬৩ সালে বামপন্থী রাজনীতিতে যোগ দিয়ে রাজনীতিতে পা রাখেন। তারপর জিয়াউর রহমানের বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯১ সাল থেকে তিনি শিবপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য ১/১১ সময় দলের মধ্যে স:স্কার প্রস্তাব ঘোষণা করায় বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নন ভূইয়ার কে দল থেকে বহিষ্কার করে। তারপর মান্নন ভূইয়ার পক্ষ নেওয়ায় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারকে দল থেকে বাদ দেওয়া হয়। কিছু দিন পর পূনরায় কালা মিযা স্যার’কে তার স্বীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category