আলো রিপোট:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ.এস.এম জাহাঙ্গীর পাঠান, সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মো:শামীম হাসানের নাম ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানিয়াদী দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.এস.এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মহিউদ্দীন ফরাজী,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফররুখ আহমেদ, জাকির হোসেন মৃধা,এ্যাড. আবুল হাসনাত মাসুম,অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল প্রমূখ।এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরুতে ভার্চুয়াল বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, দেশে উচ্চ শিক্ষিতরা চাকরী পাচ্ছেনা,বেকারত্বের হার বেড়েগেছে,এব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই।তাছাড়া বর্তমান সরকার এতোদিনেও নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া তা নির্ধারন করতে পারেনি।আমরা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবকে বাস্তবায়ন করে আগামী নির্বাচনে ৩'শ আসনে নির্বাচন করে সফল হতে চাই।
সম্মলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতি ক্রমে এ.এস.এম জাহাঙ্গীর পাঠানকে সভাপতি,হারুনুর রশিদ মোল্লাকে সিনিয়র সহ সভাপতি, কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক ও শামীম হাসানকে সাংগঠনিক সম্পাদক পদের জন্য নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.