শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও শাহ মো: সজীব.
মো: আসাদুজ্জামান আসাদ.
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুরআন তিলাওয়াত,হামদ-নাত ও গজল/ইসলামিক সংগীত প্রতিযোগিতা-২০২৪" অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ সজীব'র সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের ইমাম ও খতিব শেখ আবদুল কাইয়ুম, মাদ্রাসার মোহতামিম ও শিক্ষার্থীগন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে শিবপুর উপজেলার ২৫ টি কওমি মাদ্রাসা হতে কুরআন তেলাওয়াতে ২০ জন, হামদ ও না'তে ১০ জন, গজল/ ইসলামী সংগীতে ১০ জনসহ সর্বমোট ৪০ জন শিক্ষার্থী উল্লেখিত তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান করা হয়। সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গাবতলা দারুন্নাজাত মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাদ্রাসার ছাত্র হাফেজ তৌহিদুর রহমান এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ মনির হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.