♦আলো রিপোর্ট♦
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নরসিংদীর শিবপুর উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া ও সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না’ ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে মমতাজ সরকারকে সভাপতি ও ফারজানা হক কামনা কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মাযা’র নেতৃত্বে গতকাল মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচীব মনজুর এলাহীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
অনান্যদের মধ্যে কমিটিতে যারা আছেন তারা হলেন — সহ সভাপতি শাহিদা আক্তার রিতা, উম্মে সিদ্দিকা হাবিবা, রোকেয়া বেগম, তুলি বেগম ও রাবিয়া খানম, সহ সাধারণ সম্পাদক লাকী আক্তার, শাহীনুর আক্তার, আনোয়ারা বেগম, বেবি ইয়াছমিন ও শাহিনুর বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না বেগম, সহ সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম, নার্গিস আক্তার, দপ্তর সম্পাদক আরিফা আক্তার তুলি, প্রচার সম্পাদক সালমা সুলতানা শিউলি, মানবাধিকার বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফসানা ইমা, শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মীম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক হ্যাপি আক্তার, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুর্শিদা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুর নাহার বেগম।