নরসিংদীর শিবপুর পৌরসভার ডিসি রোডটি ঢাকা-মনোহরদী সড়কের বান্দারদিয়ায় সংযোগ করা হয়েছে।সংযোগস্থলের চারপাশে চোখে পড়বে ময়লা আবর্জনার স্তূপ।পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির প্রথমাংশে এমন ময়লা আবর্জনার স্তূপ শিবপুরের সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করে?এই জায়গাটিতে থাকার কথা সৌন্দর্য বর্ধনীয় বিভিন্ন প্রজাতির গাছগাছালি।তার বদলে ময়লা আবর্জনার স্তূপ শিবপুরবাসীকে ব্যাথিত করে।এই রাস্তা দিয়ে পথচারীরা নাকমুখ ঢেকে চলাফেরা করতে হয় দুর্গন্ধের কারনে।তাছাড়াও পাশাপাশি দুটি কালভার্টের নিচে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, আবর্জনায় ভরাট হয়ে যাওয়ার কারনে।এলাকাবাসী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.