নিজস্ব সংবাদদাতা
নরসিংদীর শিবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আলম খানের উপর হামলার ঘটনায় অবশেষে শিবপুর প্রেসক্লাব ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে বাদী ও আসামিদের মধ্যে আপোষ মিমাংসা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে শিবপুর প্রেস ক্লাব কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে এ আপোষ মিমাংসা সভাটি অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আপোষ মিমাংসা করেন। শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভপতিত্বে মামলার বাদী শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য আলম খান ও আসামি জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামের রনি এবং সুজাতপুর গ্রামের লুৎফরের উপস্থিতিতে মিমাংসা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান,কোষাধ্যক্ষ আজমল ভূঁইয়া, প্রচার সম্পাদক মাহবুব খান,নির্বাহী সদস্য ডালিম খান,নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দীন খান নিপুন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,আওয়ামী লীগ নেতা দেলোয়ার,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান,আওয়ামী প্রজন্ম লীগের জেলা সভাপতি জাহিদুল ইসলাম সুমন,পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকির হোসেন প্রমূখ।
সভায় উপস্থিত সকলের সামনে অপরাধীরা তাদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বাদী তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহন করার কথা ব্যক্ত করেন।পরে সভার অতিথি আরিফুল ইসলাম মৃধা, আসাদুজ্জামান আসাদ ও বিপ্লব চক্রবর্তীর যৌথ সিদ্ধান্তে ডিএসলআর ক্যামেরা,মোবাইল এর ক্ষতিপূরণ বাবদ তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।অতিথিরা বলেন,সাংবাদিকদের কাজে বাধা দেওয়া কিংবা তাদের উপর হামলা করা খুবই ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ।ভবিষ্যতে যেন এধরনের ঘটনার পূণরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সতর্ক করে দেন তারা।
উল্লেখ্য, নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে অবৈধভাবে লালমাটির টিলা ও ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ সংগ্রহ করে চলে যাওয়ার সময় উপজেলার কামরাবো গঙ্গাজলি ব্রিজের কাছে কামরাবো গ্রামের জয়নালের ছেলে রনি (৩০) ও সুজাতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লুৎফর (৪৮) এর নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন সাংবাদিক আলম খানের ব্যবহৃত সিনজির গতিরোধ করে।পরে গতিরোধ করার কারণ জানতে চাইলে তারা আলম খানকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল ঘুষি মেরে আহত করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.