মাহবুব খান :
নরসিংদীর শিবপুর বাজারের চালপট্টিতে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চালপট্টির একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।অগ্নিকান্ডে শাজাহান,মোশারফ,জয়নাল ও কাউছারের পাইকারী মুদির দোকান,বেলায়েতের ইলেকট্রনিকের দোকান ও মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।তাছাড়াও খোরশেদের ঔষধের দোকান ও রাজিবের মাইকের দোকানে আগুন লাগে।
এতে দেড় কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
খবর পেয়ে শিবপুর উপজেলা প্রশাসন,শিবপুর মডেল থানার টিম ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
শিবপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোশারফ হোসেন জানান- ৯৯৯ থেকে আমরা আগুন লাগার খবর শুনে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
শিবপুর বাজার কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খান বলেন, আগুন দেখে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। বাজারের ব্যাবসায়ীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.