জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাএ এক দিন পরই ( ২০ মে ) চালু হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য আজ বুধবার(১৮/৫/২২) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও জিনিয়া জিন্নাত বলেন - আগামী ২০ মে শিবপুরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু করা হবে। এই কার্যক্রম সুষ্ট ভাবে সফল করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম সফল করতে উপজেলার নাগরিকরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।২০ মে থেকে চালু হওয়া কার্যক্রম তিন সপ্তাহ পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে, শিবপুর উপজেলায় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.