নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজার এবং ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও বেশ জমে উঠেছে কৃষিশ্রমিক বেচাকেনার হাট।এখান থেকে প্রয়োজন মত শ্রমিক ক্রয় করে নিয়ে আসেন উপজেলার বোরোধান চাষিরা। একদিনের জন্য এক বেলা খাইয়ে প্রতি শ্রমিককে দিতে হয় ৭০০-৮০০ টাকা করে।
এখন দাম একটু কমে এসেছে। গত এক সপ্তাহ আগে এক বেলা খাইয়ে প্রতি শ্রমিককে দিতে হতো ১০০০-১২০০ টাকা করে। তখন শ্রমিকের সংখ্যা ছিল কম। বর্তমানে শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় দাম একটু কমেছে।
এখানে আগত শ্রমিকদের বাড়ি বি-বাড়িয়া, কিশোরগঞ্জ,ময়মনসিংহ ও সুনামগঞ্জ অঞ্চলে। এরা নিম্নআয়ের মানুষ। এই সময়ের মধ্যে তারা প্রতিবছরই এখানে চলে আসেন। এখান থেকে নরসিংদীর বিভিন্ন উপজেলার কৃষক এসে কাজের জন্য দরদাম করে তাদের নিয়ে যায়।
উপজেলার দত্তেেরগাঁও ভিটিপাড়া গ্রামের জুলহাস খান জানান, তার আট জন কৃষি শ্রমিকের প্রয়োজন ছিল, তাই সে ইটাখোলা থেকে নিয়ে এসেছে। তাদের প্রতিজনকে একবার লাখাইয়ে ৮শ টাকা করে দিতে হবে প্রতিদিন।এখানে আসা দু তিনজন শ্রমিক জানান, তাদের এলাকার কাজ শেষ। তাদের এলাকার কৃষিকাজ শেষ হলে তারা প্রতিবছর এখানে চলে আসেন বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.