• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা.

সফলতা ও ব্যর্থতা নিয়ে দশ মাস পার করলেন শিবপুরের ইউএনও !

admin / ৬৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

ছবি:সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত অবস্হায় পদন্নোতি পেয়ে নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহন করা জিনিয়া জিন্নাত সফলতা ও ব্যর্থতা নিয়ে দশ মাস পূর্ণ করলেন আজ।গত ১৬ জানুয়ারী সাবেক শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁনের নিকট থেকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র দায়িত্ব নেওয়ার পর জিনিয়া জিন্নাতের নির্দেশে বা তার নেতৃত্বে করোনা মহামারীর সময় লক ডাউন বাস্তবায়ন,বাল্য বিবাহ বন্ধ,উপজেলা আওয়ামীলীগ নেতাদের সাথে সু-সর্ম্পক,জাতীয় ও স্হানীয় সংবাদপত্রে কর্মরত সংবাদকর্মীদের সাথে ভালো সর্ম্পক গড়ে তুলতে এক প্রকার সফল হয়েছেন তিনি এমনটাই মনে করেন অনেকে।কিছু সরকারী খাস জমিও উদ্ধার করেছেন তিনি।এছাড়া বর্তমান আওয়ামীলীগ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচী স্হানীয় পর্যায়ে বাস্তবায়নে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই সফল এমন দাবীও করেছেন কেউ কেউ।তবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে দেওয়া ঘর তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগ ছিল। প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়াও সন্তান জন্ম না দিয়ে এতিম এক মেয়েকে নিজের সন্তানের স্বীকৃতি (মৌখিক) দিয়ে অনেকের কাছ থেকে সাধুবাদ পেয়ে ছিলেন তিনি।বর্তমানে তাদের মধ্যে(মা-মেয়ের) সর্ম্পক বিরজমান রয়েছে কিনা তা জানা যায়নি।

অপরদিকে ইউএনও’র অধিনস্ত বিভিন্ন সরকারী অফিসে অনিয়ম ও দূর্নীতি, উপজেলায় অবাধে মাদকদ্রব্যের ব্যবহার রোধ,দুলালপুরে অবৈধ বালু উওোলন বন্ধ,শিবপুর পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন ইউএনও জিনিয়া জিন্নাত এমনটাই মনে করেন অনেকে।

উল্লেখ্য যে, পৌরসভা ঘোষণা করার পর মামলা সংক্রান্ত জটিলতার কারনে নির্বাচন হয়নি।তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌরপ্রশাসকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category