নিজস্ব সংবাদদাতা:
শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে বে-সরকারী ভাবে নিয়োগ দেয়া হবে জনবল। তিনটি পদের জন্য মোট আট জন কে নিয়োগ দিবে কলেজ কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছে অফিস সহাযক পদে তিন জন, নিরাপত্তা প্রহরি তিন জন এবং পরিছন্নতাকর্মী দুই জন। শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসার কল্যাণী ব্যানার্জীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যার স্মারক নং - সশআক/শি/ন/২০২২-২০২৩/.
জানাগেছে, আগ্রহী প্রার্থীগণ কে আগামী ১৫ জুন সকাল দশ ঘটিকায় কলেজ কার্যালয়ের নিয়োগ বোর্ডে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। অফিস সহকারী পদের জন্য প্রার্থীকে অবশ্যই নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান আর নিরাপত্তা প্রহরী ৮ম শ্রেণি ও পরিছন্নতাকর্মীকে ৫ম শ্রেণি পাশ হতে হবে। নিয়োগ বোর্ডে অংশ গ্রহণ করার সময় প্রার্থীকে বাংলাদেশের স্হায়ী বাসিন্দা হিসেবে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সাম্প্রতিক কালের তোলা এক কপি ছবি সাথে রাখতে হবে। সব কটি পদের জন্যই বেতন আলোচনা স্বাপেক্ষে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ন্যুনতম ২৫ বছর হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.