শিবপুর সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন মো: জহিরুল হক ভূঁইয়া ওরপে জহির মেম্বার।
সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আহমেদ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় আজ শনিবার (১/৪/২০২৩) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
জানাগেছে, গত ২০২২ সালের ৫ জানুয়ারী জনগণের ভোটে নির্বাচিত সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আহমেদ। তিনি দীর্ঘ দিন যাবত শ্বাস কষ্ট ও হার্টের সমস্যায় ভুগতেছিলেন। এমতাবস্থায় ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার ভারতের ব্যাঙ্গালুরুর নারায়েনা হেলথ সেন্টারে ডাক্তার দেবী শেঠীর তত্ত্বাবধানে হার্টের বাইপাস চিকিৎসা করানোর জন্য গিয়েছেন। তাই
প্রটোকল অনুযায়ী প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মো: জহিরুল হক ভূঁইয়া।
বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আহমেদ চেয়ারম্যান চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে পুন:রায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানাগেছে। তিনি ইউনিয়নবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.