সাহিত্য সংগঠনের নেতারা
নিজস্ব সংবাদদাতা::
কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান’র জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সাহিত্যের সন্ধানে সংগঠন নরসিংদীর শিবপুর উপজেলা শাখা এক আলোচনা সভা ও স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেন গতকাল সোমবার বিকেলে সংগঠনের কার্যালয় সৈয়দনগর বাজারে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও ছড়াকার আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা, কবি ও ছড়াকার আসাদ সরকার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বভাব কবি নুরুল ইসলাম ভূইয়া, কবি হাবিবুর রহমান মাস্টার, আবদুল বাতেন মাস্টার, সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, প্রভাষক সায়েম খান প্রমুখ।
কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন নরসিংদীর শিবপুর উপজেলার পেতিপলাশী গ্রামে। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক।
সাংবাদিকতা ছাড়াও সংবাদপত্রের সম্পাদনাসহ সাহিত্য বিভাগে রয়েছে তার অনেক অবদান। কবি হিসেবেও রয়েছে তার অনেক পরিচিতি। শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান।
জানা গেছে, ১৯৯৭ সালের ২১ শে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নূরুল ইসলাম নূরচান- এর প্রকাশিত গ্রন্থ সংখ্যা পাঁচটি। এগুলো হলো, ‘এরই নাম জীবন (উপন্যাস), চেনা পৃথিবী অচেনা মানুষ (উপন্যাস) বাইশে মাঘ (নির্বাচিত গল্পগ্রন্থ), চাই শুধু ভালোবাসা (গল্প কবিতা সংকলন) এবং ‘অবশেষে’ (কাব্যগ্রন্থ)।
নূরুল ইসলাম নূরচান ‘জাগো নরসিংদী’ টুয়েন্টিফোর ডটকম, ডেইলি ৭১ ডটকম এবং ‘সময়ের খেয়া’ নামে একটি মাসিক সাহিত্য ম্যাগাজিন পত্রিকা সম্পাদনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.