বেলাল আহমেদ:
সাহিত্য ও সামাজিক সংগঠন বিদ্যাবাড়ি' আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
গত শুক্রবার নরসিংদীর মাধবদীস্থ রাইন ওকে মার্কেটে বিদ্যাবাড়ি'র আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম কে গ্রুপ এর সত্ত্বাধিকারী আব্দুল কাইউম মোল্লা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, মাধবদী ডিজিটাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী, আর কে ফাউন্ডেশন ও চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের চেয়ারম্যান ইকবাল হোসেন স্বাধীন, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল আযম, এম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম বাদল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, শিক্ষানবিশ আইনজীবী সানজিদা মুন প্রিয়া (চায়না), মিসেস ফরিদা ইয়াসমিন কমিশনার সহ এলাকার গণ্যমান্য ও সুশীল ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাবাড়ি'র কার্যনির্বাহী পরিষদ এর সদস্যবৃন্দ। এ সময় বুয়েটসহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্সপ্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিদ্যাবাড়ি'র শিশু বিষয়ক সম্পাদক জিসান গাজী নরসিংদী সদর, জেলা এবং ঢাকা বিভাগে শিশু পুরস্কার প্রতিযোগিতায় ১ম হওয়ায় তাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিদ্যাবাড়ি শিক্ষা ও সাহিত্য নিয়ে যেভাবে কাজ করছে তা দেখে আমরা মুগ্ধ । ভবিষ্যতে বিদ্যাবাড়ি'র এই কার্যক্রম ধরে রাখার জন্য উপস্থিত সকলেই সহযোগিতা এবং পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যাবাড়ি'র প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল আহমেদ এবং সঞ্চালনা করেন মো. সুমন সরকার।
উল্লেখ্য যে, গত ২০২২ সালের ১১ নভেম্বর সাহিত্য ও সামাজিক সংগঠন বিদ্যাবাড়ির আত্তপ্রকাশ ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.