আবদুল হক হাজীর মূত্যু
রচনায় আনোয়ার হোসেন
মরতে হবে সবাই জানি
তবু বাঁচতে চাই ।
ভালো মানুষ মরলে পরে
সবাই ব্যথা পাই।
আঃ হক হাজী মরে গিয়ে
দিয়ে গেল শিক্ষা।
আমল করো আল্লাহর ভয়ে
জীবন কে দাও দিক্ষা।
আজান দিয়ে পড়তো নামাজ
নয়তো জামাত কাজা ।
নামাজ পড়ে করতো আমল
চলন বলন ছিল সোজা ।
হাজী সাহেবের আমল গুলি
এসো সবাই করি।
মরন কালে উনার মতো
কালিমা পড়ে মরি।
নামাজ পড়ে করতো তালিম
দাওয়াত দিতো পরে।
প্রতি মাসে নেসাবে যাইতো
আল্লাহকে পাওয়ার তরে।
নেসাব শেষে বাড়ী এলে
ধরলো তাঁকে রোগে ।
রোগটা যে তাঁর মরন রোগ
ভাবছি মোরা সোগে ।
মরন কালে কালিমা নসীব
মুমিন লোকের হয় ।
জান্নাত তাঁর অবদারীত
হাদিশেতে কয়। ।
এমন মানুষ কোথায় পাবো
খুঁজি বারে বারে ।
দোয়া করি ওগো আল্লাহ
জান্নাত দিও তাঁরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.