ঘুম
রবিউল হাসান
ঘুম পাচ্ছে - দুটি চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে আমার চোখ থেকে
পৃথিবীর মায়া।।
দূরে নিলাদ্রির বুকে
সূর্যের শেষ আভা ---
আমায় দেখছে সকরুণ।।
এই পৃথিবীর মোহ -
ভালোবাসার শেষ রঙটুকু
বিদ্রোপের চাহনিতে
আমায় ভাসিয়ে দিচ্ছে।।
কতো কথা ----!!
আমার দৃষ্টি পানে, দৃষ্টি দিচ্ছে।
কতো প্রেম! কতো স্নেহ!!
আমার মুখপানে চেয়ে আছে।।
সন্ধ্যা নামে নিলাদ্রির বুকে
এই দুটি চোখ চাইলনা আর
কারও পানে ------।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.