নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। জেদ্দা-মদিনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামে।নিহতরা হলেন সাধারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মালেক (৭০) ও তার নাতীর স্ত্রী তাসলিমা (২৫)।এসময় আতাউর রহমান মুকুল ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
জানা গেছে, বৃহস্পতিবার মক্কা থেকে ওমরাহ পালন শেষে মসজিদে নববি জিয়ারতের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনা যাওয়া সময় ‘ওয়াদি আল ফারাহ’ নামক স্থানে রাতে তাদের বহন করা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।আহতরা হলেন, আতাউর রহমান মুকুল (৪৫), তার স্ত্রী সাহিদা আক্তার (৩৫) তার মেয়ে জান্নাতুল বাকিয়া মুন (১০) নিহত তাসলিমার ছেলে বন্ধন (৬) ও জাহিদ (১৯)।এই দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বাড়িতে চলছে শোকের মাতম।
আহতদের উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.