ছবি: প্রতিকী
নিজস্বসংবাদদাতা:
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) রাত ১২টার দিকে শিবপুরের সৈয়দনগরের ফিডার রোডসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সির ছেলে শাহিন হোসেন (২৮), নরসিংদীর শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, অটোরিকশাটি দুজন যাত্রী নিয়ে ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটোচালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা, চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার করেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু খায়ের জানান, নিহতদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.