বেলাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য হাজী আবেদ আলী কলেজে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাজী আবেদ আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছানাউল্লাহ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পৌরনীতি ও সুশাসন বিভাগের সহাকারী অধ্যাপক মোসাম্মৎ শাহেনেওয়াজ ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহাকারী অধ্যাপক বিলকিস সুলতানা। আরো বক্তব্য রাখেন হাজী আবেদ আলী কলেজের ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক ও বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ১৫০০ শব্দের রচনা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে পুরস্কার
বিতরণ করা হয়।
কর্মসূচির প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্র শিক্ষকের সমন্বয়েপুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে অত্র কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিল।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালীউল্লাহ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়।পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক বেপারী আলী আহম্মদ। সবশেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনায় দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.