• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

বই আলোচনা

admin / ৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

শিবপুর প্রেসক্লাবের সাবেক দুই দুইবারের সভাপতি, সাংবাদিক ও সম্পাদক,বিশিষ্ট লেখক নূরুল ইসলাম নূরচান’র প্রকাশিত ৪টি গল্প উপন্যাসের মধ্যে “বাইশে মাঘ” বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলা ২০২৩ এ।বইটি প্রকাশ করেছেন রাতুল গ্রন্থপ্রকাশ। এটির প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত চিত্রশিল্পী রাজীব রায়।

বইটির মূল উপজীব্য বিষয় হলো মুক্তিযুদ্ধ ও পরবর্তী প্রেক্ষাপট। দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোঁড়া গুলিতে একরকম পঙ্গুত্ববরণ করেন এক বীর মুক্তিযোদ্ধা।এই বইয়ের গল্পে ফুটে উঠেছে তার অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা।আছে মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশীয় কতিপয় লুটেরা মানুষের কথা।

এছাড়াও রয়েছে সমাজের অবহেলিত নিপীড়িত নির্যাতিত মানুষের কথা। লেখক তার এই বইয়ে মুনশিয়ানার পরিচয় দেয়ার কারণে দুটি সাহিত্য পুরস্কার পেয়েছেন ২০১০ সালে।বইটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে সমাজের অবহেলিত মানুষের জীবন চিত্র। লেখক তার গল্পে ফুটিয়ে তুলেছেন সমাজের রনদ্রে রনদ্রে লুকিয়ে থাকা অনিয়ম।

“বাইশে মাঘ” গল্পের কিয়দাংশ এখানে তুলে ধরা হলো-

আলতাফ বললো, “আচ্ছা দোস্ত, আমাদের কর্মকান্ডের গোমড় যদি ফাঁস হয়ে যায়, মানুষ যদি প্রতিবাদমোখর হয়। তখন আমাদের ইজ্জত-অস্তিত্ব রক্ষা করতে পারবো?”
কালাম শাহ’র মুখে যুদ্ধ জয়ের হাসি। দামি পারফিউম শরীরে ছিটিয়ে দাড়িতে হাত বুলাতে বুলাতে রাশভারি কণ্ঠে বললো, শোন আলতাফ, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। কারণ, এখন আমি আর বানের পানিতে ভেসে আসা কচুরিপানা নই। এই কালাম শাহ এখন শতবর্ষী বটবৃক্ষের মতো। কাজেই কেউ ইচ্ছে করলেই উপড়ে ফেলতে পারবে না। কেউ চেষ্টাও করবে না, আর এমন নজিরও দেশে নেই।”

এই বইটি পাওয়া যাচ্ছে দেশের অভিজাত বই বিপনি বিতানে।
বইটি ঘরে বসে পেতে এখানে অর্ডার করুন : www.rokomari.com/ratulgrunthoprokash


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category