আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ শিবপুর আসনে আওয়াসীলীগের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলামকে।স্হানীয় রাজনীতিতে স্বামীর ক্ষমতার দাপট তেমন একটা না থাকলেও দলের মধ্যে ফেরদৌসী ইসলামের রয়েছে সাংগঠনিক দাপট।তাই আগামী ২০২৩ বা ২০২৪ সালের সংসদ নির্বাচনে আগে তাকে আ’লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মাঠে দেখা যেতে পারে বলে মনে করেন স্হানীয় আ’লীগের নেতাকর্মীরা। তিনি শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিণী।
জানাগেছে, গত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আ”লীগের সহ সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক জেলা আ’লীগের আরেক সহ সভাপতি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।কিন্তু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনীত পার্থী আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহনের নিকট পরাজিত হন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।নির্বাচনে পরাজিত হওয়ার পর জেলা আওয়ামীলীগের সহ সভাপতির পদটিও হারাকে হয় সিরাজুল ইসলাম মোল্লাকে।পাশাপাশি ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে স্হানীয় রাজনীতিতে সিরাজুল ইসলাম মোল্লা কোনঠাসা হয়ে পড়ে।তারপর নিজের সহধর্মিণীকে দিয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতির পদটি দখল করে।
স্হানীয় রাজনীতিতে নিজের ভালো অবস্হান না থাকা এবং দলীয় হাই- কমান্ড থেকে বারবার বলা হচ্ছে যারা গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরোদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।তাই এ সব বিষয় মাথায় রেখে নিজের বিকল্প হিসেবে সহধর্মিণী ফেরদৌসী ইসলামকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করতে পারেন বলে মনে করেন অনেকে।
এ ব্যাপারে জানার জন্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলামের সাথে যোগোযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।