নরসিংদী জেলা স্কাউট কর্মকর্তাগন শিবপুর উপজেলার ০৯ মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল ১১ অক্টোবর মঙ্গলবার পরিদর্শন করেন।বিদ্যালয়টি পরিদর্শন করেন নরসিংদী জেলা স্কাউট কমিটির কমিশনার ও পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, নরসিংদী জেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন নাজির, নরসিংদী জেলা স্কাউট কমিটির কোষাধ্যক্ষ ও পলাশ উপজেলার প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন ও নরসিংদী জেলা স্কাউট কমিটির কাব লিডার ও নরসিংদী সদর পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র দাস।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা স্কাউট কমিটির সহকারী কমিশনার, মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।পরিদর্শনের সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিট লিডার রুমা বেগম, সহকারী শিক্ষক শিলা রায়, কুলসুম বেগম ও আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।পরিদর্শনের সময় জেলা কর্মকর্তাগন জেলা স্কাউটের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি উপহার প্রদান করেন।