আজ মঙ্গলবার নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুর আসনের এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন শিবপুর উপজেলার শিবপুর পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস-শিবপুর ঠোটপাড়া সড়কে (চেইঃ ২০মিঃ) পাহাড়িয়া নদীর উপর ৪ কোটি টাকায়, ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি ভেরিয়েবল গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও বিভিন্ন উন্নয়ন মূলককাজের ভিওি প্রস্তর স্হাপন করেন তিনি।