• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

এস এম খোরশেদ, শিবপুর.

শিবপুরে পিদিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাগল প্রদান

admin / ৪০৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

আজ মঙ্গলবার  (২৯/৩/২০২২) নরসিংদীর শিবপুরে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং পিদিম ফাউন্ডেশন এসইপি প্রকল্প শিবপুর নরসিংদী এর উদ্যেগে পাইকারদিয়া গ্রামের বাসিন্দা জনাব ফয়সাল হাসান পিতা ফরহাদ আহমেদ কে দুগ্ধবতি ছাগলের খামার করার জন্যে উৎসাহ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আবদুল্লাহ্ আল শামীম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম, কৃষিবিদ জনাব মোঃ জাহাংগীর আলম, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আমিনুল ইসলাম শাখা ব্যবস্থাপক জিএম নুরুল হক, ফাইন্যান্স এন্ড ডকুমেন্টেশন অফিসার হিসাব রক্ষক রাহাদ হোসেন ও গন্য মান্য ব্যাক্তিবর্গে উপস্থিতিতে ২ টি বারবারি জাতের ছাগল প্রদান করা হয়। উপজেলা প্রণীসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ আবদুল্লাহ্ আল শামীম মহোদয় বলেন যে, পল্লিকর্ম সহায়ক ফাউনেডশনের আর্থিক সহযোগিতায় এবং পিদিম ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত এসইপি প্রকল্পটি সত্যিই প্রশংসনীয় যার মাধ্যমে জনগণের পুষ্টির চাহিদা পুরণ,ও নিরাপদ মাংস উৎপাদনে সহায়ক হবে, সর্বপরি বেকারত্ব দুরকরণ ও মহিলাদের কর্মসংস্থানের সৃ®িট হবে। জনাব এস.এম খোরশেদ আলম সভাপতি ,শিবপুর প্রেসকলাব বলেন, পিদিম ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যেগের জন্য ধন্যবাদ জানান এবং এই উদ্যোগের ফলে এলাকার জনগন আর্থিকভাবে লাভবান হবে বেকারত্ব দুরসহ মানুষের আয় বৃদ্ধি পাবে ও দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।উক্ত ২ টি ছাগলের মধ্যে এসইপি প্রকল্প হতে ১ টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা জনাব ফয়সল হাসানের নিজ উদ্যেগে ০১ টি ক্রয় করেন। উক্ত খামারে আরো ০৪ টি দুগ্ধবর্তি উন্নত জাতের ছাগল রয়েছে। দুধের খামার তৈরির মাধ্যমে পুষ্টির চাহিদা পুরন, বেকারত্ব দুরকরণ, সর্বোপরি আর্থিক ভাবে খামারীকে লাভবান করা এবং এলাকায় ছাগলের দুধের খামার তৈরীর উদ্যেক্তা সৃষ্টি করা , পরিবেশ সম্মত ছাগল পালন, নিরাপদ মাংস উৎপাদন, কৃমিনাশক ও টিকা প্রদানের মাধ্যমে ছাগলের মৃত্যুহার কমানো এই প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটি নরসিংদী ও গাজীপরের ০৬টি উপজেলায় (শিবপুর, রায়পুরা, নরসিংদী সদর, শ্রিপুর, কাপাসিয়া, গাজীপুর সদর) বাস্তবায়িত হচ্ছে। উল্লেখিত এলাকায় বিগত ০১ জুলাই ২০২১ তারিখ হতে প্রকল্প এর কার্যক্রম শুরু হয় এবং ৩০ জুন ২০২৩ তারিখে প্রকল্পের মেয়াদ সমাপ্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে এপর্যন্ত মোট ১৩৬ জন ক্ষুদ্র উদ্যেক্তার ৪২৯ টি ছাগলকে টিকা প্রদান ও কৃমীমুক্তকরন করা হয়েছে, ২৪৯ জন ক্ষুদ্র উদ্যেক্তাকে পরিবেশ সম্মত ছাগল পালন, নিরাপদ মাংস ও দুগ্ধ খামার তৈরী ও খামারের জৈব নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ইহা একটি চলমান প্রক্রিয়া। এই প্রকল্পের মাধ্যমে এপর্যন্ত ছাগল পালণ করে আর্থিক কর্মসংস্থান তৈরী করার লক্ষ্যে মোট ৪৫৫ জন ক্ষুদ্র উদ্যেক্তার মাঝে ২ কোটি ০৮ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category