 
						
মো:ফিরোজ তালুকদার
মাহবুব খান:
নরসিংদী শিবপুর থানার নতুন পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন মো:ফিরোজ তালুকদার।তিনি নরসিংদী লাইন ওআর এর দায়িত্ব থেকে গত ২৪ ডিসেম্বর শিবপুর থানায় নতুন পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।পুলিশ সুপারের কার্যালয় নরসিংদীর পিপিএম কাজী আশরাফুল আজীমের স্বাক্ষরিক আদেশ পত্রে তা জানানো হয়।যার স্বারক নং২১০১(২৯)। শিবপুর থানার সাবেক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়াকে নরসিংদী লাইন ওআর’রে বদলি করা হয়েছে।