মাহবুব খান:
নরসিংদীর শিবপুরে চালিতাকান্দি যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িচাবাধা খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জানুয়ারি) বিকালে পৌর এলাকার আমবিলা ব্রীজ সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর কবির।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছলেন শিবপুর পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক,বিশিষ্ট দানবীর ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী শামীম গফুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা,পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নান্নু মিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তানসেন,বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেক,শিবপুর সদর রোড ব্যবসায়ীসমিতিরসভাপতিসৈয়দকামরুজ্জামান,পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রধান প্রমূখ।খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যাবসায়ী মো: বাছেদ।খেলায় ৩-২ পয়েন্টে চালিতাকান্দিকে পরাজিত করে আড়ালী জয়লাভ করে পরে বিজয়ী দলকে (২১ ইঞ্চি টেলিভিশন) পুরস্কার বিতরণ করেন অতিথীবৃন্দ।