• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

বুধবারের সাহিত্য পাতা::: নারী : লেখক: আনোয়ার হোসেন

admin / ৪৩১ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 

নারী

আনোয়ার হোসেন

নারী তুমি জান্নাতের ফুল
আমার ঘরের মেহমান।
নারী তুমি মায়ের জাত
দুনিয়া জুরে চলমান ।

নারী তুমি ভাগ্য লক্ষী
দুনিয়া করো চাষ ।
তোমার চাষে ফলন আসে
ধর্য্যতে করো বাস।

ধর্য্য নারীর অমূল্য ধন
আল্লাহ হন খুশী ।
খুশী হইয়া আল্লাহ কাজী
রহম করে বেশী।

ধর্য্য হারা যেজন নারী
পায় না সুখের দেখা ।
ধর্যতে মেওয়া ফলে
ইতিহাসে লেখা।

অধর্য্য নারী ভাঙ্গা হাড়ী
লাগে না কাজে।
জীবন যৌবন শেষ হয়ে যায়
কাঁদে বসে লাজে ।

নারী তুমি অতী মহান
আল্লাহর কাছে প্রিয় ।
তোমার দোয়া কবুল করে আল্লাহ
জানিবে নিশ্চয় ।

জান্নাতে যাওয়া অতী সহজ
আল্লাহর আইনৈ চললে।
মনের আশা পুরুন হবে
আল্লাহর কাছে বললে।

ভেবে চিন্ত চলে নারী
জান্নাত তোমার ঘরে।
আল্লাহর আইনে না চলিলে
যাইবা রসাতলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category