নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কৃতি সন্তান মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মোক্তার হোসেন জামালপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১৮ এপ্রিল সোমবার যোগদান করেছেন। এর আগে তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি নতুন কর্মস্থল জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। শিবপুরবাসীর পক্ষ থেকে উনার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার ভবিষ্যত জীবনের আরো উন্নতি, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি।