• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

রায়পুরায় সুমন হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

admin / ২৬০ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

মাহমুদুল হাসান লিমন :::
রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ জুন) দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

রায়পুরার সর্বস্তরের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা মো: সুমন মিয়ার হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এসময় বক্তারা বলেন, প্রধান আসামী আবিদ হাসান রুবেল একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু। অবিলম্বে রুবেলকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হোক। সুমন স্ট্রোক করে মারা গেছে এমন প্রোপাগাণ্ডা ছড়ালে ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিহত সুমনের পিতা ও চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, রায়পুরা পৌর আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হারুনূর রশিদ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর যুবলীগ নেতা আনোয়ার হোসেন ভেন্ডার, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পাড়াতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category