• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

জীবনের শেষ কাপনের কাপড়টি পর্যন্ত আমরা পরতে পারবো না — মুফতি আলফাজ উদ্দীন

admin / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা:
শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের তেলিকান্দা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আলফাজ উদ্দীন বলেছেন —- আমরা নবীর আর্দশ থেকে সরে গেছি। হযরত মুহাম্মদ (স:) আমাদের জন্য যেই আর্দশ রেখে গেছেন তার দারে কাছেও আজ আমরা নাই। আল্লাহ পাকের হুকুম আর নবীর সুন্নাত ছেড়ে আমরা আমাদের জীবন পরিচালনা করছি। এই অস্হায়ী দুনিয়াতে একটু ক্ষমতা পেলে আমাদের আর হুস থাকে না। আমরা মানুষকে মানুষ মনে করি না। নবীর রেখে যাওয়া সুন্নতি জামা না পরে আমরা যার যার মত করে জামা পরি। অথচ জীবনে শেষ সাড়ে তিন হাত সাদা জামা টুকু পরার ক্ষমতা আমাদের কারো নাই।

তিনি আজ শুক্রবার জুম্মার নামাজের খুতবায় এ কথা বলেন।

তিনি আরো বলেন — এই দুনিয়া হচ্ছে অস্হায়ী। আর পরকাল হচ্ছে স্হায়ী।অথচ চিরস্হায়ী ঘরের জন্য আমাদের কোন ফিকির নাই। এই দুনিয়াতে কি ভাবে টাকা, বাড়ী, গাড়ী সহ বহু সম্পদের মালিক হতে পারবো তার জন্য দিন রাত পরিশ্রম করছি। পরকালের কোন খবরই নাই। আজকে আপনার ক্ষমতা আছে।কালকে আপনার ক্ষমতা নাও থাকতে পারে। এই রকম উদাহরণ অনেক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category