♦নিজস্ব সংবাদদাতা:♦
গতকাল বুধবার (২৫ ই ডিসেম্বর) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আছর কফিল উদ্দিন বাড়ির প্রাঙ্গণে বাৎসরিক আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদুজ্জামান পাঠানের সভাপতিত্বে আজিমুশ্বান জলসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টি সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসে.এম সায়েম আলী পাঠান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভুইঁয়া, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট সহ -সভাপতি শেখ রুবেল।
জলসা উদ্বোধন করেন নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, সাংবাদিক আলম খান।
জলসায় প্রধান বক্তা ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ঢাকা মহানগর সাধারণ সম্পাদক,সুমিষ্ট ভাষী, হযরত মাওলানা মাইন উদ্দিন আহম্মেদ আনসারী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মঞ্জুর হোসেন গাজ্জালী। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সভাপতি মো:আবু বক্কর খান।এছাড়াও জাকের পার্টির নজরুল ইসলাম আবুল, হাকিম আলী ফকির, মোহাম্মদ আলী,তারেক হাসানসহ উক্ত এলাকার জাকেরান ও আশেরান উপস্থিত ছিল।