শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের নেতৃত্বে ক্লাবের সদস্যরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
♦আলো রিপোর্ট♦
সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালিত হয বিভিন্ন কর্মসূচী। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আজ শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাতফেরী র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ
এসময় আরোও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।