• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

সরকারী নলকূপের জন্য আবেদন করা ৪৭ জনের টাকা জমা দেননি তাপসী রাবেয়া

admin / ৩১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আত্বগোপনে থাকা নরসিংদীর শিবপুর উপজেলা  সাবেক অস্থায়ী চেয়ারম্যান  তাপসী রাবেয়া । 

♦আলো রিপোর্ট

সরকারী নলকূপের জন্য আবেদন করা ৪৭ জনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শিবপুর উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাপসী রাবেয়ার বিরুদ্ধে। এর মধ্যে দশ হাজার পাঁচ শত টাকা করে ২৩ জন এবং ৭ হাজার পাঁচ শত টাকা করে ২৪ জন আবেদনকারী রয়েছেন। যা সর্বমোট টাকা দাঁড়ায় চার লাখ একুশ হাজার পাঁচশত। আওয়ামী লীগে সরকার পতনের পর রাবেয়া তাপসী আত্নগোপনে থাকায় নলকূপের টাকা ফেরত পেতে আবেদনকারীরা প্রতিদিনই ফোন করে অথবা উপজেলা চেয়ারম্যান পরিষদে উপস্থিত হয়ে খবর নিচ্ছে বলে জানান উপজেলা চেয়ারম্যান পরিষদের সহকারী কম্পিউটার অপারেটর জুমা বেগম।

জানাগেছে, আর্সেনিক মুক্ত পানির জন্য স্থানীয় সরকারের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রত্যেক উপজেলায় প্রতিবছর গভীর নলকূপ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান এর সুপারিশক্রমে দশ হাজার পাঁচ শত টাকার বিনিময়ে গভীর ও সাত হাজার পাঁচ শত টাকার বিনিময়ে কম গভীর নলকূপ বিতরণ করে আসছে জনস্বাস্থ্য প্রকৌশল শিবপুর । গত ২০২৩ ইং – ২০২৪ ইং অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নলকূপের জন্য নির্ধারিত টাকা সহ আবেদন পত্র গ্রহণ করে শিবপুর উপজেলা সাবেক অস্থায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়া।
কিন্তু এদের মধ্যে থেকে ৪৭ জনের টাকা জমা দেননি তিনি, এমন অভিযোগ আবেদনকারীদের। তবে রাবেয়া তাপসীর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ দায়ের করেননি তারা।

নলকূপের জন্য আবেদন করা কয়েকজন আবেদনকারী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —— আমরা গভীর ও কম গভীর নলকূপের জন্য ১০৫০০ / ৭৫০০ টাকা জমা দেই উপজেলা চেয়ারম্যান পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়ার নিকট।কিন্তু ততকালীন উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া আমাদের নিকট থেকে গ্রহণ করা টাকা জমা দেননি তিনি। গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আ.লীগ নেত্রী রাবেয়া তাপসী আত্মগোপনে চলে যান।তাই টাকার জন্য তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান পরিষদের সহকারী কম্পিউটার অপারেটর জুমা বেগম’র সাথে যোগাযোগ করলে তিনি শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- নলকূপের জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে ৪৭ জনের টাকা জমা হয়নি। এর মধ্যে দশ হাজার পাঁচশত টাকা করে ২৪ জন, আর ৭ হাজার পাঁচশত টাকা করে ২৩ জন আবেদনকারী রয়েছে।

আত্বগোপনে থাকা সাবেক অস্থায়ী শিবপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক আ.লীগ নেত্রী তাপসী রাবেয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় শিবপুরের আলো ২৪ ডট কম’র পক্ষ থেকে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান পরিষদে কর্মরত এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন –— ৪৭ জনের বিষয়টি আমার জানা নেই। ২০২৩ – ২০২৪ অর্থ বছরে শিবপুর উপজেলায় কত টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছিল জিজ্ঞেস করলে তিনি বলেন — এই মুহূর্তে আমার কাছে মোট সংখ্যার তথ্য নেই।তবে রেডি করে পরবর্তিতে আপনাকে জানানো হবে।

এ ব্যাপারে শিবপুর উপজেলা জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার এর সাথে যোগাযোগ করলে তিনি শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন— ২০২৩ – ২০২৪ অর্থ বছরে শিবপুর উপজেলার নযটি ইউনিয়নের জন্য ১০৮ টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে গভীর নলকূপ ৫৪ টি এবং কম গভীর নলকূপ ৫৪ টি।তবে কার্যাদেশ না হওয়ায় টেন্ডার দেওয়া সম্ভব হয়নি। তাই ২০২৩- ২০২৪ অর্থ বছরে বরাদ্দ পাওয়া ১০৮ টি নলকূপের মধ্যে একটিও বিতরণ করা সম্ভব হয়নি। তবে ৪৭ জনের তালিকা বা টাকার ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বলেন – বিষয়টি যেহেতু উপজেলা চেয়ারম্যানের সেই জন্য এব্যাপারে আমি কোন মন্তব্য করবো না।

উল্লেখ্য যে, উপজেলা মহিলা লীগের সাবেক এই নেত্রী গত ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়েছিলেন। গত ২০২৩ সালের ২৫ ফ্রেবুয়ারী সকালে শিবপুর থানার পূর্ব পাশে অবস্থিত নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান আহত হন।তারপর মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়াকে প্যানেল চেয়ারম্যানের দায়িদ্ব দেওয়া হয়। ভারত থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ২০২৩ সালের ৩১ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুনুর রশীদ খানের মৃত্যু হয়।তারপর উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ তাপসী রাবেয়া কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ০১ শাখা থেকে উপ সচিব ড. মাসুরা বেগম ( ১১ জুন ২০২৩) স্বাক্ষরিত এক পত্রে এই দায়িত্ব প্রদান করেন। যা স্মারক নং৪৬.০০.০০০.০৪৬.১৮.১৫৪.১৯-২০২।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category