হারুন অর রশীদ খাঁন
গত ৯ জুন চক্রধা ইউনিয়ন আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে শিবপুর উপজেলায় শুরু হয়েছে স্হানীয় রাজনীতিতে আওয়ামীলীগের নেতৃত্ব পরিবর্তনের পালা। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার এি বার্ষিক সম্মেলন শেষ হলেই হবে উপজেলা আ’লীগের সম্মেলন। তাই আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের মধ্যে চলছে বিভিন্ন জল্পনা – কল্পনা। কে হবেন শিবপুর উপজেলা
আওয়ামীলীগের অভিভাবক বা সভাপতি।
আওয়ামীলীগের সভাপতি হিসেবে যাদের নাম নেতাকর্মীদের মুখে মুথে তারা হলেন – বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজে্লা আ’লীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন, বর্তমান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আ’লীগের সাবেক সহ- নভাপতি এ কে এম নাছির আহমেদ হিরন।
সামসুল আলম ভূঁইয়া রাখিল
দলীয় সূএে জানাগেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলা আওয়ামীলীগের জন্য একটি গুরুত্বপূর্ণ উপজেলা । এই উপজেলাটি একসময় বিএনপি তথা বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মাঁন্নান ভূঁইয়ার ঘাঁটি হিসেবে পরিচিতি ছিল । ১/১১ সময় সংস্কার প্রস্তাব ঘোষণা করায় বিএনপি থেকে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফলে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পার্থী আব্দুল মাঁন্নান ভূঁইয়াকে নির্বাচনে পরাজিত করার জন্য ধানের শীষের দলীয় মনোনীত পার্থী তোফাজ্জল হোসেন মাষ্টার নৌকার পার্থীকে প্রকাশ্যে সর্মথন করে।ফলে মান্নান ভূঁইয়াকে পরাজিত করে নৌকার পার্থী আলহাজ্ব জহিরুল হক ভুঁইয়া মোহন শিবপুর আসন থেকে বিজয়ী হয়ে মান্নান ভূঁইয়া তথা বিএনপির দূর্গে আঘাত আনে। তারপর আওয়ামীলীগকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। আওয়ামীলীগের এই অবস্হান ধরে রাখার জন্য উপজেলা আ’লীগের সভাপতির পদটি অনেক গুরুত্বপূর্ণ।তাই যেমন – তেমন ব্যক্তিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচন করা যাবে না।যাতে দলের মধ্যে কোন্দল সৃষ্টি হয় এবং আওয়ামীলীগের সাংগঠনিক ক্ষমতাকে দুর্বল করে দেয়।
তাই আগামী উপজেলা সম্মেলনে যোগ্য ব্যক্তিকেই সভাপতি হিসেবে নির্বাচন করবেন কাউন্সিলররা এমনটাই আশা ব্যক্ত করেছেন উপজেলার তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ফরহাদ আলম ভূঁইয়া
উল্লেয্য যে, গত ২০২১ সালের ৬ ডিসেম্বর বিভিন্ন অভিযোগে উপজেলা আ’লীগের সভাপতির পদ থেকে হারুন অর রশীদ খাঁনকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহ সভাপতি মহসিন নাজিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয় জেলা আ’লীগ।