আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
নরসিংদী শিবপুর উপজেলায় ২৯ইং অক্টোবর রবিবার, সকাল সাড়ে ১১ টায় দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের পূর্বপাড়া পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের ধানক্ষেত হইতে বিবাররটেক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ । পুলিশ, অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ।ঘটনাস্হল পরিদর্শন করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার।
নিহতের নাম রবিউল (২০)পিতা: মৃত সবুজ মিয়া ।বাড়ি দড়িপুরা । শিবপুরের ধানুয়া গ্রামে বসবাস করে বিবারটেক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।