রাব্বী সরকার:
সংবাদ সম্মেলন করে শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফরোজা খানমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলন করেছেন বাঘাব ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সহ উপজেলার ৯ টি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন — কিশোর কিশোরী ক্লাবের বরাদ্দকৃত অর্থ গোপন করে তারা আত্মসাত করত। সময় মতো অফিসে না আসা সহ নিয়মিত অফিস না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।ভুক্তভোগী বাঘাব ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বিলকিস বলেন, কর্মকর্তা বিলকিস ও সহকারী কাম কম্পিউটার আফরোজা খান বিভিন্ন সময় আমাদের সাথে দুর্নীতি করে আসছে। বিগত দিনের কিশোর কিশোরী ক্লাবের সকল বাজেটের টাকার কোনো হিসাব দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা। ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়ে টাকা দিতো।
তিনি আরও বলেন, ২৬ মাসে আমি টাকা পাইছি ২০ হাজার ৫শ’। এই বরাদ্দ খুঁটিনাটি বের করে দেখেছি ২৬ মাসে আমাদের টাকা আসে ৫২ হাজার টাকা।
এ ব্যাপারে বক্তব্য নিতে শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রোকসানা বিলকিস ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফরোজা খানম’কে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেননি।