আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার.
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খাঁনের মৃত্যুর কারণে আজ রবিবার থেকে অস্হায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া । তিনি এর আগে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ০১ শাখা থেকে উপ সচিব ড. মাসুরা বেগম আজ রবিবার ( ১১ জুন) স্বাক্ষরিত এক পত্রে এই দায়িত্ব প্রদান করেন। যা স্মারক নং ৪৬.০০.০০০.০৪৬.১৮.১৫৪.১৯-২০২।
জানা গেছে, উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ তাপসী রাবেয়া কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের অস্হায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি আমি।
উল্লেখ্য যে, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গত ২৫ ফেব্রুয়ারী ভোরে নিজ বাসায় সন্ত্রাসীদের ধারা গুলিবিদ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হয়।ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ৩১ মে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।